Ads 468x60px

Featured Posts Coolbthemes

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩


বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৩

এক বছরে সাত কোটির বেশি ভুয়া ফেসবুক একাউন্ট শনাক্ত




দিনে দিনে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এর ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি অনেকটা তার সাথে পাল্লা দিয়ে ফেইক আইডির সংখ্যাও বাড়ছে!
গত বছরেরে বার্ষিক হিসাব মতে ফেসবুকের মোট আইডির শতকরা ৭ভাগ অর্থাৎ ৭ কোটি ৬০ লক্ষ একাউন্ট ভুয়া। ফেসবুক  কোম্পানি ৩ ধরণের ভুয়া আইডি সনাক্ত করেছে তার মধ্যে একটি হল ডুপ্লিকেট একাউন্ট, অশ্রেণীভূক্ত একাউন্ট এবং অবাঞ্চিত একাউন্ট- এই তথ্য প্রকাশ করেন ইউ এস সিকিউরিটি এবং একচেঞ্জ কমিশন যা গত শুক্রবার প্রকাশ পায় ।

এদের রিপোর্ট মতে-
ডুপ্লিকেট একাউন্ট বা অনুরূপ একাউন্ট এর সংখ্যা ৫ কোটি ৩০ লাখ যা মোট ফেসবুক একাউন্টের ৫ শতক। একজন ব্যবহারকারী তার মেইন আইডির পাশাপাশি এসব আইডি চালায়।আর এক প্রকার একাউন্ট আছে যা কোন ব্যক্তির নামে নয় প্রিয় প্রাণী বা কোম্পানির নামে খোলা হয় এরকম আইডিকে অশ্রেণীভূক্ত ধরা হয়েছে। এদের আইডির সংখ্যা এক কোটি ৪০ লাখ যা মোট ফেসবুক একাউন্টের ১.৩ শতক।

এসব বাদেও আবার আরো ৯৫ লাখ অবাঞ্চিত একাউন্ট যা মোট ফেসবুক একাউন্টের ০.৯ শতক, এসব অবাঞ্চিত একাউন্ট মূলত স্প্যামিং করার জন্য খোলা হয়।
ফেসবুক কর্তৃপক্ষ  জানান তারা ভুলা বা ডুপ্লিকেট আইডি খুজে বের করার চেষ্টা করছে এবং নীতিমালা আরো শক্তিশালী করছে  ।
ফেসবুক পলিসি বিরোধী ভুয়া নাম যাতে ব্যবহার না করে সে জন্য তারা কাজ করে যাচ্ছে। সবাইকে উৎসাহ করছে কেউ ভুয়া নাম ব্যবহার করলে তা রিপোর্ট করার জন্য। কোনভাবে যদি প্রমাণ হয় যে ফেইক নাম বা তথ্য আছে তাহলে আইডিটি ব্লক করে দেওয়া হবে- জানালেন কোম্পানির মুখপাত্র
সুত্রঃ এখানে

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

Scientific Calculator এক সময় কাজে লাগতে পারে।

আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আজ এমন একটির সাথে পরিচয় করিয়ে দেব তার নামঃ Scientific Calculator Precision।যারা ছাএ আমি মনে করি তাদের জন্য খুব উপকারি Scientific Calculator । এটি বিজ্ঞানী, প্রকৌশলী, অধ্যাপক, এবং ছাত্রদের জন্য সবচেয়ে উপযোগী।এটি বাজারে কিনতে পাওয়া Scientific Calculator এর মত।যারা ছাএ তারাই ভাল জানেন Scientific Calculator এর কাজ কি। ফাংশন,পাই, ত্রিকোণমিতি ঘটনা সংরক্ষণ ইত্যাদি আরও অনেক কিছু করা যাই।এখন আর আপনাদের বাজারে থেকে কিনতে হবে না।এখন যার কম্পিউটার আছে তারা সহজেই ডাউনলোড করে কম্পিউটার এ কাজ করতে পারবেন। শুধু ছাএদের যে কাজের জন্য তা না অফিস,আদালত,স্কুল ইত্যাদিতে এটি ব্যবহার করতে পারবেন।এছাড়াও যারা ব্যাংক এ চাকরি করেন তাদেরও কাজে লাগবে।তাই দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

এটি প্রায় সব উইন্ডোজ এ সাপোর্ট করে যেমনঃ Windows 98,, Windows XP, Windows Vista, Windows 7, and Windows 8।তাই চালাইতে কোন সমস্যা হবেনা।

বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

টিউনআপ ইউটিলিটি ২০১৩ একদম নতুন এবং লেটেস্ট ভার্সন।সফটওয়্যার এবং প্যাঁচ


টিউনআপ ইউটিলিটি ২০১৩ আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে দ্রুত,ও আরো গতিময় করতে ১০০% সহায়ক,
উইন্ডোজ বিশেষজ্ঞদের এক জরিপে বলা হয়েছে যে ভাল, এবং সহজ ভাবে তাদের কাজে সহায়তা করে আসছে এবং নিরাপদে তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে এই টিউনআপ নামক সফটওয়ারটি,
TuneUp ইউটিলিটি ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার কে  পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন শুধুমাত্র একটি ক্লিকে অপ্রয়োজনীয় সকল ফাইল মুছে দিতে পারেন।
 TuneUp ইউটিলিটি তথ্য বাহক উপর ক্লিক করে  এবং ত্রুটি খুঁজে বের করে তাদের স্বয়ংক্রিয়ভাবে সমাধান করার ব্যাবস্তা ও রয়েছে এতে – উইন্ডোজ  এক্সপি, ভিস্তা  এবং উইন্ডোজ ৭ এর অধীন প্রায় ৬০% ফাইল TuneUp ইউটিলিটি ব্যবহার করে, এমনকি ভুলবসত মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার করতে পারেন – দ্রুত, সহজে, এবং নির্ভরযোগ্যভাবে।

সফটওয়্যার ডাউনলোড করতে এখানে যান
প্যাঁচ ফাইলটি ডাউনলোড

আপনার মোবাইলে ২ দাগ Charge আছে। কতক্ষন যাবে বুজতে পারছেন না? তাহলে এই Software টি আপনাকে Stand By মুড এ জানিয়ে দেবে আপনার মোবাইল আর কতক্ষন জীবিত আছে


Software টি আমার খুব উপকারে আসে কারন আমার Charge কখন আসে আর কখন যায় কিছুই ঠিক থাকে না। তাই সময় মতো charge দিতে পারি।আর আমি মনে করি আপনাদেরও কাজে আসবে।
Software টির সব চেয়ে আকষনীয় জিনিস এই যে এর সাহায্যে  আপনি Day, Hour এবং Minute  এর হিসেবেও charge এর সময় দেক্তে পারবেন।


* এর সাহায্যে charge remaining দেখতে পাবেন।

 Charge হবার সময় আপনি standby mood এ আপনি charging লেখা দেখতে পাবেন।
Software টি standby mood এ আনতে software টি ওপেন করে অপশন থেকে Stand By Plug in অন করে দেন।

এবার আপনার নোকিয়া সিম্বিয়ান মোবাইলে(S60v3)Julyplayer দ্বারা ওপেন করুন যেকোনো ফরম্যাটের ভিডিও ফাইল

কেমন আছেন সবাই ?আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার সিম্বিয়ান সেটে যেকোনো ফরম্যাটের ভিডিও ফাইল ওপেন করতে পারবেন ।সফটওয়্যার টির নাম হল "Julyplayer"... এটি নোকিয়ার সিম্বিয়ান ভার্শন S60v3 এর জন্য ।ভাল কথা,এটি ব্যাবহার করতে আপনার কিন্তু সিম্বিয়ান সেট হ্যাক করার কোনো প্রয়োজন নেই !!!আশা করি আপনাদের মধ্যে অনেকেই এটি আগে ব্যাবহার করেছেন বা করেন । তারপরেও যারা আগে এটি ব্যাবহার করেননি তারা এটি ব্যাবহার করে দেখতে পারেন । এটির মাধ্যমে আপনি নিন্মোক্ত ফাইল গুলো ওপেন করতে পারবেন 

MP4, FLV, F4V, MOV, MKV, AVi, ASF, DiVX, WMV, M4E, M4V, 3GP, 3GPP, VOB, MPG, MPEG, 264 , Н264, TS , AC3, APE, MP3, M4A, WMA, FLAC, AMR, AAC, OGG, DAT, WV হয়তবা

আরো অন্যান্য ফরম্যাটের ভিডিও ফাইলও ওপেন করতে পারবেন কিন্তু আমি এগুলো ওপেন করে দেখেছি । আছে,তাই দেরি না করে এক্ষুনি ডাউনলোড করে নিন.
 
  ডাউনলোড

Hite Counter